জীবনে ২য় বার কারো প্রতি মায়া
বাড়ানোর আগে, পিছনের সেই মানুষটার
কথা ভেবে নিও..
.
- যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে
ছেড়ে চলে গেছে
.
- যে তোমাকে কথা দিছিলো, কখনোই
তোমাকে ছেড়ে যাবে না
.
- যে তোমাকে বলেছিলো আর কেউ থাকুক
বা না থাকুক সে তোমার পাশে সবসময়
থাকবে
.
- সেই মানুষটি যাকে পেয়ে তুমি
নিজেকে সুখী মনে করতে
.
- যার জন্য অন্যদের ignore করতে
.
- যে মানুষটি তোমার call list এর favorite
person ছিলো, কিন্তু আজ তুমি তার block
list এ
.
- যে মানুষটি chat list এর সবচেয়ে উপরে
ছিলো, কিন্তু আজ friend-list এ নেই
.
- সেই মানুষটি যে তোমার সাথে কথা না
বলে এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু
আজ তোমাকে একটা বারের জন্য মনে
করে না
.
- সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য
বাসার কাছে চলে আসতো, কিন্তু আজ তুমি
কেমন আছো জানার ও প্রয়োজন মনে করে
না
.
- সেই মানুষটি যে তোমাকে বলেছিলো
তোমাকে হাসলেই সুন্দর লাগে ,কিন্তু আজ
যে তোমার নিরব কান্নার কারণ
.
- সেই মানুষটি যার মায়ায় পড়ে, তুমি
তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন
ঠকেছো
.
- যে তোমাকে ভালোবাসার নামে
বাস্তবতা শিখিয়েছে।
.
- যে তোমাকে শিখিয়েছে, প্রিয়জন
বলতে কেউ নেই সবই প্রয়োজন।
.
চাইলেও হয়তো সেই মানুষটাকে ভুলতে
পারবে না! ভুলতে পারবে না।
তার সাথে কাটানো স্মৃতি গুলো!
আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা
আছে মায়া।।
আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া
বাড়াবে তখনই তুমি অবহেলার পাত্র হয়ে
যাবে আর এই অবহেলা তোমাকে তিলে
তিলে শেষ করে দিবে।
তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে
নিজের জীবনের প্রতি মায়া বাড়াও।
**
1 Comments
nice your story
ReplyDelete