ফেসবুক ভালোবাসা - Facebook Relationship☺️

 


না পড়ে কেউ হাহাহা দিবেন না,, ☺️☺️

FB তে এক বড় ভাই Post দিছে In a
Relationship With.......'
.
আমি ভুল করে (হাহা) রিয়েক্ট
মারছি।
ভাই তো চরম খেপেছেন।
.
আমি বললাম sorry bro ভুল করে দিয়ে
ফেলেছি।কিছু মনে করবেন না।
: আচ্ছা ঠিক আছে পরের বার যেন এই ভুল
না হয়।
.
.
২ বছর পর ভাইয়া টা আবার post দিছে In
a relationship with......'''
আমি এবার Wowরিয়েক্ট দিলাম।
সাথে একটা comment ও করলাম।
: ভাই আগের বার হা হা রিয়েক্ট
দিয়ে ভুল করছি।এইবার দেহেন (ওয়াও)
রিয়েক্ট দিছি।
" এইবার ভাইয়ার gf তো রেগে আগুন ।
.
ভাইয়ারে মেনশন দিয়ে বলতেছে....
: ওই কুত্তা তুই আগে ও প্রেম করছিলি?
: (ভাইয়া) ইয়ে মানে কই নাতো জানু।
: ওই কুত্তা তুই না কইছিলি আমি তোর
প্রথম প্রেম?
: তুমিইতো আমার প্রথম জান বিশ্বাস
কর।
: তোর লগে এহোন ই breakup যা কুত্তা
আর ফোন দিবি না তোকে ব্লক।
.
আমি চুপি চুপি ঝগড়া দেখতেছিলাম।
অনেকক্ষণ Reply হচ্ছে না।
হয়ত block লিস্ট এ পরে গেছে এতক্ষণে।
আমি chat off করে রাখছিলাম বলে
ভাইয়া আমাকে মেসেজ দিচ্ছে না।
.
.
এর কয়েক দিন পর দেখলাম পোস্ট দিছে
Married With.......""
নিছে আমাকে মেনশন করে বলছে, ভাই
# .... এইবার কোনো রিয়েক্ট দিস না
please.
আমি ভাবলাম রিয়েক্ট দিতে না
করছে comment তো করতে না করে নাই।
আমি লিখলাম,
: "ভাইজান গত দুই বার রিয়েক্ট দিছি
এইবার এমনিতেই দিতাম না।"
.............
কমেন্ট এর reply এ ভাবিজান
ভাইজানকে mention করে লিখছে,
: এর আগে দুই বার মানে কি...??
তুমি কি আগে ও দুই বার বিয়ে
করছিলা..???
যা তরে তালাক!!!


0 Comments